যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ‘ডেল্টার’ হানা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৭:৩৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্রেউল উপকূলে শুক্রবার(৯ অক্টোবর) সন্ধ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় ডেল্টা।
ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার এবং এটি ছিল ক্যাটাগরি ২ মাত্রার। যা ঘণ্টা খানেক পর শক্তি কমে গিয়ে ক্যাটাগরি ১-এ পরিণত হয়। তবে এখনো বিপদের শঙ্কা আছে বলে জানান তারা।
ঘূর্ণিঝড় ডেল্টার বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। তবে সময় সাথে সাথে এটির শক্তি কমে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারনা করা হয়েছে। ঝড়ের ফলে বৃষ্টিতে সেখানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে এবং মানুষ পানি বন্দি হয়ে পরার ঝুঁকিতে আছে।
ঘূর্ণিঝড় ডেল্টা এর আগে মেক্সিকোর পুয়ের্তো মোরেলস উপকূলে আঘাত হানে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,ঘূর্ণিঝড়টি শনিবার(১১ অক্টোবর) মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে আঘাত হানবে বলে।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।