শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১৯:১০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিরোধপূর্ণ অঞ্চল নাগের্ণা-কারাবাখ নিয়ে লড়াই থামাতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জানান, প্রায় ১০ ঘণ্টা আলোচনা শেষে যুদ্ধবিরতিতে একমত হয়েছে দেশ দু’টি। আর্মেনিয়া ও আজারবাইজান পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে মস্কোতে আয়োজন করা হয় এ আলোচনা।

এ সময় রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত এলাকায় মানবিক সহযোগিতায় কাজ করবে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রস।

এদিকে, যুদ্ধবিরতি শুরুর আগে শনিবার সকালে বেসামরিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে দেশ দু’টি।

আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত নাগর্নো-কারাবাখ । তবে অঞ্চলটি সংখ্যালঘু আর্মেনীয়দের দ্বারা পরিচালিত হয়ে আসছে।

যুদ্ধ বিরতিতে আর্মেনিয়া-আজারবাইজানের সম্মত হওয়ার পর এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি তা কত দ্রুত কার্যকর হয়।

এনএফ৭১/আর ওয়াই/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top