করোনা নিয়ে ট্রাম্পের প্রথম সমাবেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১২:৪৪

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা পজিটিভ হওয়ার দশ দিনের মাথায় হোয়াইট হাউসে সমাবেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার(১০ অক্টোবর) বিকেলে হোয়াইট হাউসের বারান্দা থেকে কয়েক’শ সমর্থকদের মাঝে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প তার মুখোশ টি খুলে ফেলেন।

সমাবেশে দেশের “আইনশৃঙ্খলা” নিয়ে কথা বলেন তিনি। বর্ণবাদ নিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাফাই গাইতে ট্রাম্প জানান, কৃষ্ণাঙ্গদের জন্য তিনি যা করেছেন তা আগে আর কেউ করেনি বরং তাদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। ১৭ মিনিটের বক্তব্যে ওবামা প্রশাসনের সমালোচনা করতেও ছাড়েননি ট্রাম্প।

করোনোভাইরাসকে ‘চীনা ভাইরাস’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন এই ভাইরাস মোকাবিলায় খুব ভালো কাজ করছে। তিনি বলেন, দ্রুতই এই ভাইরাস শেষ হবে। ভ্যাকসিন চলে আসছে ,অন্যান্য ওষুধও প্রস্তুত রয়েছে।

এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেন, তাঁর আবারও কোভিড পরীক্ষা করা হয়েছে। ফলাফলের অপেক্ষায় আছেন। জনমত জরিপে পিছিয়ে থাকা ট্রাম্প ঘুরে দাঁড়াতে চান আবার। আগামীকাল সোমবার তিনি ফ্লোরিডায় বিশাল সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এনএফ৭১/আর ওয়াই/আরআর/২০২০

করোনা নিয়ে ট্রাম্পের প্রথম সমাবেশের ভিডিও দেখতে ক্লিক করুন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top