শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতির ২৪ঘন্টা পার না হতেই আজারবাইজানে হামলা; নিহত ৯

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৮:৩৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুদ্ধবিরতিতে আর্মেনিয়া-আজারবাইজান সম্মত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আরও ৯জন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঁজায় এ হামলা হয়।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরা জানিয়েছে, রাতভর গোলার বর্ষণে দেশটির গাজা শহরে নিহত হয়েছে কমপক্ষে ৯জন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৩৩জন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর শনিবার রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া-আজারবাইজান। যুদ্ধবিরতি চুক্তির ২৪ ঘন্টা মধ্যেই এ সংঘর্ষের খবর দেয় আজারবাইজান। তবে এ হামলা কে মিথ্যা আখ্যা দিয়ে আর্মেনিয়া অভিযোগ করেছে যুদ্ধবিরতি ভঙ্গের জন্যই এমন পায়তারা করছে আজারবাইজান।

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top