করোনা: ভারতে আক্রান্ত ৭০ লাখ ছাড়ালো, শীর্ষে কেরালা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১৯:১২

ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রতিবেশী ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, রোববার সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৩৮৩ নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে গত ১৩ দিনে ১০ লাখ রোগী যোগ হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মহামারীতে আরও ৯১৮ জনের মৃত্যুতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থানে আছে ভারত। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ১৮ হাজার ৯৮৬ জন।
ভারতে সুস্থ রোগীর ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন। দেশটিতে এই মূহুর্তে সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৯৬ জন।
এদিকে, আক্রান্তের দিক থেকে মহারাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কেরালা। ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১১ হাজার ৭৫৫ জন রোগী শনাক্ত হয়। একইসময় মহারাষ্ট্রে শনাক্ত হয় ১১ হাজার ৪১৬ জন।
তবে ভারতের রাজ্যগুলোর মধ্যে মোট আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে অবস্থান মহারাষ্ট্রের। রাজ্যটিতে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১৫ লাখ ১৭ হাজার ৪৩৪ জনে দাড়িয়েছে।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।