নভেম্বরে করোনা ভ্যাকসিন আনছে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩
ইন্টারন্যাশনাল ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দু’দিন আগে কোভিড-১৯ বা করোনা ভ্যাকসিন সরবরাহের আহবান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
গেল ২৭ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র- সিডিসি পরিচালক রবার্ট রেড ফিল্ড বলেন, স্বাভাবিক সময়ে এ ধরণের অনুমোদন পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। তবে মহামারীর সময় এমন শর্ত প্রযোজ্য হবেনা। ভ্যাকসিনের একটা রোল আউট প্লানও দিয়েছে সিডিসি, যেখানে টিকা’র লাইসেন্স অনুমোদন এবং জরুরী ভিত্তিতে ব্যবহারের সুপারিশ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিষেধক পেতে সে দেশের ফেডারেল সরকারের সাথে চুক্তি করেছে ডালাস ভিত্তিক পাইকারি ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাককেসন কর্পোরেশন। এতে ভ্যাকসিন পাওয়া মাত্র তা সরবরাহ করার অনুমতি চাওয়া হয়েছে।
পত্র অনুযায়ী, টিকার প্রথমবারের পর দ্বিতীয় বুস্টার ডোজ সপ্তাহ খানেকের মধ্যেই সরবরাহ করার কথা রয়েছে।
জুআসা
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।