আর্মেনিয়া-আজারবাইজানকে যুদ্ধবিরতি মানাতে চাপ প্রয়োগের আহ্বান তুরস্কের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১৪:৪১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রাশিয়ার সহযোগিতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিচ্ছুক্ষণ পরই ফের হামলা হয়েছে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাজায়। এমন হামলায় হতাশার কথা জানিয়েছে তুরস্ক। তাই আর্মেনিয়াকে চাপ প্রয়োগের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত করতে রাশিয়াকে পরামর্শ দিয়েছে দেশটি।

১১ অক্টোবর রোববার সকালে দেয়া এক বিবৃতিতে, আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলু। নাগর্নো-কারাবাখ ইস্যুতে যুদ্ধবিরতি মেনে চলার জন্য আর্মেনিয়াকে চাপ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে অনুরোধও জানান তিনি। বিবৃতিতে উল্লেখ করা হয়, নতুন করে হামলার ঘটনা এ অঞ্চলের সংঘাতকে উস্কে দিচ্ছে।

এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘনে চরম উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। ইইউ-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, “আমরা বেসামরিক অঞ্চলকে লক্ষ্য করে গোলাবর্ষন ও বেসামরিক নিহতের ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছি।”

আরেক বার্তায়, নাগর্ণো-কারাবাখে যে কোনো মানবিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)। বর্তমান সংঘাতের মানবিক প্রভাব অপরিসীম উল্লেখ করে যুদ্ধবিদ্ধস্ত অঞ্চলে রেড ক্রসের কার্যক্রম সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও বিবৃতিতে জানায় সংস্থাটি।

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top