দু ’একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও ফিলিস্তিন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২১, ১৯:২৩
দু ’একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে একমত হবে বলে আশা প্রকাশ করেছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা। বৃহস্পতিবার (২০ মে) বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।
তবে ১৯ মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন।’ ৯ দিনের এই হামলায় ২২৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৬৪ জন শিশু, ৩৮ জন নারী। আহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।
জাতিসংঘ মহাসচিব অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। মিসর ও জর্ডানের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতির আহ্বান সংবলিত একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক আহ্বান আমলে না নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য কাজ করছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ফিলিস্তিনি গাজা উপত্যকা যুদ্ধবিরতি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।