শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

করোনা নিয়েই সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১৭:৫৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বেশ কিছু দিন বিরতির পর আবারও নির্বাচনী প্রচারণায় ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ সপ্তাহে নির্বাচনী প্রচারণার জন্য অনেক বেশি আগ্রহী তিনি। ট্রাম্পের চিকিৎসক ডাঃ শন কানলি জানিয়েছেন,” করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মুক্ত নন মর্কিন প্রেসিডেন্ট। তবে তার দ্বারা এখন পর্যন্ত হোইট হাউসের কেউ সংক্রমিত হয়নি বলেও জানান তিনি।”

রবিবার (১১ অক্টোবর) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প জানান, “তিনি করোনা মুক্ত এবং এখন তার শরীরে এই ভাইরাস আছে এটা প্রমাণ করা সম্ভব নয়।” তবে তিনি করোনা নেগেটিভ কিনা এ বিষয়ে চিকিৎসকের কাছ থেকে কিছু জানা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী জরিপে এগিয়ে রাখা হয়েছে জো বাইডেনকে। ফলে নির্বাচনী প্রচারের জন্য আর দেরি করতে চাইছেননা ট্রাম্প।

সোমবার ফ্লোরিডায়, মঙ্গলবার পেনসিলভেনিয়া এবং বুধবার আইওয়াতে সমাবেশ করার কথা রয়েছে ট্রাম্পের। তবে বিশ্লেষক ও সমালোচকদের ধারনা, আরও ব্যাপক ভাবে ভাইরাসটি কে ছড়িয়ে দিতে পারে এ জাতীয় সমাবেশ।

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top