শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

করোনা টিকার সুখবর দিলো বিশ্বের কয়েকটি দেশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ১৯:২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে চলমান করোনা মহামারিতে সুখবর নিয়ে এলো চীন। বছর শেষে ৬০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। বিভিন্ন দেশ ভ্যাকসিন পেতে ইতোমধ্যেই বেইজিংয়ের সঙ্গে চুক্তিও করেছে।

ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার থেকে অতিরিক্ত এক লাখ ডোজ ভ্যাকসিনের জন্য ৪৮ কোটি ৬০ লাখ ডলার অনুদান দিয়ে চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের নাগরিকরা ভ্যাকসিনের সেবা নিতে পারবে।

এদিকে তাড়াহুড়া না করে ভ্যাকসিন তৈরি করতে ভারত বায়োটেকের প্রতি আহ্বান জানিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। করোনার সম্ভাব্য টিকা কো-ভ্যাকসিনের তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুমতি চাইলে প্রতিষ্ঠানটি তাদের এমনটি জানান।

আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিতে চলেছে রাশিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আগামী ১৫ অক্টোবর ভ্যাকসিনটির অনুমোদন দেয়ার কথা আছে। ভ্যাকসিনটি তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর রিসার্চ সেন্টার যার প্রাথমিক ট্রায়াল শেষ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন ২০২১ সালের মধ্যেই প্রায় ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির হবে। গুরুত্ব বুঝে বিশ্বের সব দেশে এই সকল ডোজ সরবরাহ করা হবে বলেও জানান তিনি। তবে, অগ্রাধিকারে এগিয়ে থাকবে স্বাস্থ্য কর্মীরা।

 

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top