ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি’র প্রতি আহবান যুক্তরাষ্ট্রের
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০, ১৪:৫৮

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফিলিস্তিনের দখলদার ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ওয়াশিংটন ডিসিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকের সময় এ আহবান জানান তিনি।
পম্পেও বলেন, ইসরাইলের সাথে আরব দেশগুলোর চুক্তির লক্ষ্য, আঞ্চলিক শান্তি ও নিরপাত্তা। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে অকার্যকর করতে ইসরাইলকে স্বীকৃতি দেয়া দরকার। এর মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সমন্বয় জরুরী বলেও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আশাকরি ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক বিবেচনা করবে সৌদি আরব। আমরা তাদেরকে ধন্যবাদ জানাব, যারা ইব্রহিমী ঐক্যমতকে সামনের দিকে এগিয়ে নেবে’।
এদিকে, ফিলিস্তিনিদেরকে অকৃতজ্ঞ জাতি বলে মন্তব্য করেছে সংযুক্ত আরব আমিরাত। টুইট বার্তায় আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রদূতের বক্তব্য ও সমালোচনায় আমি মোটেও অবাক নই, কারণ তারা অকৃতজ্ঞ জাতি’।
সম্প্রতি আরব আমিরাতের সমালোচনা করেন ফ্রান্সে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালমান আল-হারফি। ফ্রান্সের এক পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ইসরাইল থেকেও বেশি ইসরাইল হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন’ এবং তারা মূলত: জাতিসংঘ সনদকে লংঘন করছে।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।