আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ: ক্ষেপনাস্ত্র পড়লো ইরানে
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৫:১৭

আন্তর্জাতিক ডেস্ক:
আর্মেনিয়া ও আজারবাইজানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরানের কয়েকটি গ্রামে। বৃহস্পতিবার ইরানের আর্দাবিল প্রদেশের বেশ কয়েকটি গ্রামে গিয়ে পড়ে ক্ষেপনাস্ত্রগুলো।
বিভিন্ন বার্তা সংস্থার বরাতে জানা যায়, বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয় সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় আর্দাবিল প্রদেশের কোলিবিগলু ও কাদখোদালু গ্রামে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সবগুলো খোলা জায়গায় পড়লেও একটি ক্ষেপণাস্ত্র কোলিবিগলু গ্রামের বসতিতে আঘাত হানে। ফলে ঐ এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্থের পাশাপাশি আহত হন একজন।
এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, এ ধরনের বিক্ষিপ্ত গোলাবর্ষণ অব্যাহত থাকলে তেহরান নীরব থাকবে না। এ ধরনের খামখেয়ালি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।