শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কাতার অবরোধ সমাধানের ইঙ্গিত দিলো সৌদি আরব

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ১৯:৩০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কাতারের ওপর আরোপ করা অবরোধ সমাধানের ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে আয়োজিত আলোচনায় এমন কথাই বলেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র আলোচনায় সৌদি প্রিন্স ফারহান বলেন, ’কাতারের সমাধানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কাতারি ভাইদের সাথে ঐক্য চাই। আশাকরি তারা তাদের প্রতিজ্ঞা রক্ষা করবে। তবে আমরা আঞ্চলিক নিপত্তার আইনগত বিষয় নিয়ে সচেতন। আমি চিন্তা করি এর জন্য খুবই কাছাকাছি সময়ে সমাধানের পথও খোলা রয়েছে’।

২০১৭ সালে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরকে সাথে নিয়ে কাতারের ওপর আকাশ, নৌ ও স্থল নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। কাতারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বাতিল করতে ইদানিং বেশি আগ্রহী হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। কারণ, তাদের ইচ্ছা ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ করা।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top