শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জরুরী অবস্থা ভেঙ্গে বিক্ষোভ থাইল্যান্ডে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০, ২০:২৪

 

ইন্টারন্যাশনাল:

পুলিশের জারি করা জরুরী অবস্থা ভেঙ্গে থাইল্যান্ডের রাজপথে জড়ো হয়েছেন হাজারো বিক্ষোভকারী। গেল কয়েকমাস ধরে থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমানোর দাবিতে আন্দোলন করে আসছে প্রতিবাদকারীরা।

১৪ ই অক্টোবর ব্যাংককে বড় ধরণের বিক্ষোভের পর, জরুরী অবস্থা জারি করে থাই পুলিশ। পুলিশের ঘোষণায় চার জনের বেশি লোক সমাগম নিষিদ্ধ করা হয়। শুধু তাই নয়, বুধবার আটক করা হয় বিক্ষোভকারীদের ২০ নেতা-কর্মীকে। এর জের ধরে, পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাস্তায় নামে হাজারো বিক্ষোভকারী। প্রতিবাদের প্রতীক হিসেবে তিন আঙ্গুলের স্যালুট ব্যবহার করছেন থাই বিক্ষোভকারীরা। সাম্প্রতিক সময়ে তিন-আঙ্গুলের স্যালুট ছাত্র-নেতৃত্বাধীন চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে থাইল্যান্ডে। রাজধানী ব্যাংককে বুধবারের ব্যাপক বিক্ষোভের জের ধরে বৃহস্পতিবার সকালে সারাদেশে জরুরি অবস্থা জারি করা হয়। তবে পুলিশের আদেশ অমান্য করে বৃহস্পতিবার দুপুরের পর ব্যাংককের রাতচাপরাসং এলাকায় জড়ো হতে থাকে হাজারো মানুষ এবং রাতে ওই এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

সাবেক সেনা প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী প্রিয়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে উত্তপ্ত কয়েক মাস ধরেই উত্তপ্ত থাইল্যান্ড। ২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন চান-ওচা এবং ২০১৯ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

২০১৪ সালের অভ্যুত্থানের পর থাইল্যান্ডে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

এনএফ৭১/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top