শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আজারবাইজানে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ বেসামরিক নিহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৭:১৫

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ২ শিশুসহ অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে আজারবাইজানে। হামলায় আহত হয়েছে আরও ৪০ জন। শনিবার(১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আজারবাইজান।

আজারবাইজান প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, আর্মেনিয়ার ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্র আঘাত হানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর  একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হেনেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গাঁজার একটি এপার্টমেন্টে। এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার ভোরে গাঁজায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কয়েকটি বাড়ি ধ্বংস হয়।

বেসামরিক এলাকায় আর্মেনিয়ার এমন হামলার প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজারবাইন প্রেসিডেন্ট ইলহাম অ্যালিয়েভ। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে এর প্রতিশোধ নেবে আজারবাইজান সেনাবাহিনী।

এদিকে, আজাবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঁজার বেসামরিক এলাকায় আর্মেনিয়ার হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু। এক টুইট বার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শিশুসহ বেসামরিক নাগরিকের ওপর একের পর এক হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া। তাদের নেই কোন মানবতা। তাই ভাতৃতুল্য আজারবাইজানের পাশে থাকতে প্রস্তুত থাকবে তুরস্ক।

এনএফ৭১/আরআর/জুআসা/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top