নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যাংককের রাস্তায় বিক্ষোভ অব্যাহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১৯:২৯
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় অবস্থান নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী। সাবেক সেনা প্রধান এবং বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা’র পদত্যাগের দাবিতে চলছে এ বিক্ষোভ। গেল কয়েক মাস ধরে থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতার পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছে গণতন্ত্রপন্থীরা।
১৪ই অক্টোবর ব্যাংককে বড় ধরণের সমাবেশের পর বিক্ষোভ দমাতে জরুরী অবস্থা ঘোষণা করে থাই পুলিশ। একসাথে চার জনের বেশি মানুষের অবস্থানকে নিষিদ্ধ করে। তবে সে নিষেধাজ্ঞা না মেনে শুক্রবার ব্যাংককের কেন্দ্র এলাকায় জড়ো হয় হাজারো প্রতিবাদী। সেখানে বিক্ষোভকারীদের ওপর প্রথমবারের মত জলকামান ব্যবহার করে পুলিশ। এরপর ব্যাংককের একাধিক স্থানের অবস্থানের সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারীরা।
এ ধারাবাহিকতায় ব্যাংককের বিভিন্ন স্থানের জনসমাবেশ দেখা যায় শনিবার। কয়েকটি জনসমাবেশে কালো টি-শার্ট পরে বিক্ষোভ করতে দেখা যায় প্রতিবাদকারীদের।
এদিকে, থাই পুলিশের মুখপাত্র ইঙ্গোইস থেপজামনং বলেছেন, ‘সংঘর্ষ হোক আর নাই হোক, সব ধরণের সমাবেশই বেআইন ‘। আর সরকারের মুখপাত্র আনুচা বুরাপাচাইসরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এখানে কোন পক্ষেরই হার-জিতের সুযোগ নেই। বরং এটা দেশকে ক্ষতিগ্রস্থ করছে। জনসমাবেশ না করতে এবং শান্ত থাকতে বিক্ষোভকারী প্রতি আহবানও তিনি।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।