বাইডেন জয়ী হলে দেশ ছাড়তে হবে আমাকে: ট্রাম্প
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৬:০৪

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে ‘দেশ ছাড়তে হবে আমাকে’ এমন ব্যঙ্গার্থক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৬ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের ম্যাকন শহরে এক নির্বাচনী সমাবেশে এই ব্যঙ্গার্থক মন্তব্য করেন তিনি।
ট্রাম্প সমাবেশে তার প্রতিদ্বন্দ্বীকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, ‘চিন্তা করতে পারেন, আমি যদি হারি, আমার বাকি জীবন আমি কী করব? আমাকে বলতে হবে, রাজনীতির ইতিহাসে সবচেয়ে বাজে প্রার্থীর সঙ্গে হেরেছি আমি।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।