৬৭ বছর পর যুক্তরাষ্ট্রে কোনো নারীকে মৃত্যুদন্ডাদেশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৪:৪০
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রায় ৭০ বছর পর প্রথম এক নারীর মৃত্যু-দণ্ডাদেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগ। ২০০৪ সালে মিসৌরিতে গর্ভবতী মহিলাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে দোষী লিসা মন্টগোমেরিকে ৮ ডিসেম্বর মৃত্যুদন্ডের র্নিদেশ দেয়া হয়েছে।
২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি জেলা আদালত মন্টগোমেরির অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করে।
অপর দিকে মন্টগোমেরি আইনজীবী কেলি হেনরি বলেছেন, যে মন্টগোমেরি মানসিকভাবে অসুস্থ এবং শৈশবে নির্যাতনের শিকার। তাই তাকে মৃত্যুদণ্ড দেয়াটা যুক্তিযুক্ত নয়।
পুলিশ জানায়, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে প্রাণঘাতী ইনজেকশন মাধ্যমে।
মার্কিন সরকার কর্তৃক ১৯৫৩ সালে মৃত্যুদণ্ড প্রাপ্ত সর্বশেষ মহিলা হলেন বনি হেডি। মিসৌরিতে একটি গ্যাস চেম্বারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।