শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

যুদ্ধবিরতি লংঘনের পাল্টাপাল্টি অভিযোগ আর্মেনিয়া-আজারবাইজানের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ২০:০৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই রাশিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশ বিরোধপূর্ণ নাগর্ণো-কারাবাখ নিয়ে সহিংসতা থামানোর চেষ্টা করে আসছে। মস্কোতে আর্মেনিয়া-আজারবাইজানে যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পর নতুন যুদ্ধবিরতি চুক্তি হয়। ১৮ অক্টোবর রোববার ভোরে নাগর্নো-কারাবাখ অঞ্চলে ক্ষেপনাস্ত্র হামলার জন্য একে অপরকে নতুন করে অভিযোগ করেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র শুশান স্টেপানিয়ান টুইটারে বলেন, ১৮ অক্টোবর ভোরের দিকে কামানোর গোলা এবং রকেট হামলা চালায় আজারবাইজান। অন্যদিকে যুদ্ধবিরতি না মানার জন্য আর্মেনিয়াকে অভিযুক্ত করেন আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী জাকির হাসানভ। তিনি জানান শনিবার (১৭ অক্টোবর) তাদের ২য় বৃহত্তম শহর গাজায় রকেট ও ক্ষেপনাস্ত্র হামলা হয়। যদিও রোববার বিকেলের দিকে আর্মেনিয়ার এসইউ-২৫ মডেলের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার খবর দেয় আজারবাইজান।

এদিকে গাজায় হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তার মতে, দেরি না করে উভয় দেশকে যুদ্ধবিরতি চুক্তি অবশ্যই মেনে নিতে হবে। উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেও অনুরোধ করেন তিনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চুক্তিটি মেনে নিতে উভয় পক্ষকে অনুরোধও করেন।

এর আগে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, তারা বেশ কয়েকটি গ্রাম এবং একটি শহরকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top