যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৩:৫৫

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে সুনামি সতর্কতা জারি করেছে দেশটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, সোমবার (১৯ অক্টোবর) আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের দক্ষিণে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে আশেপাশের এলাকা কেপে উঠলে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান সাধারণ মানুষ। তবে এখন পর্যন্ত কারো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সুনামি সতর্কতা কেন্দ্র থেকে জানায়, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে তাৎক্ষণিক সতর্কতা জারি করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।