শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লাদেনের মৃত্যুর ঘটনাটি ছিল মিথ্যা ও বানোয়াট : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:০৯

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নানা কারণে আলোচিত সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নতুন বিতর্কের জন্ম দিলেন। সম্প্রতি এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাদেনের মৃত্যুর ঘটনাটি ছিল মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন, সেদিন অন্য একজনের দেহকে লাদেন বলে চালিয়ে দেয়া হয়েছিলো।

ট্রাম্প বলেন, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন এখনও বেঁচে আছেন এবং সে হয়তো কোন ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমনকি লাদেন মার্কিন নির্বাচনের সময় দেশটির সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথাও টুইটা বার্তায় তুলে ধরেন তিনি।

তবে, ট্রাম্পের এই বক্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়ে সামরিক পর্যবেক্ষকরা অভিযোগ করেন, নির্বাচনে সমর্থন ফিরে পেতে সামরিক অভিযান নিয়ে তিনি যে সন্দেহজনক কথা বলেছেন তা কোন কাজে আসবেনা।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত মার্কিন নেভি সিলের সাবেক কর্মকর্তা রবার্ট ওনিল  ট্রাম্পের এমন বক্তব্যের বিরোধীতা করেছেন। তিনি এক টুইট বার্তায় বলেন, সাবেক প্রেসিডেন্ট ওবামার নির্দেশে ২০১১ সালের অভিযানে বিন লাদেনকে হত্যা করা হয়।

তিনি বলেন, ‘আমি জানি আমি কাকে মেরেছি, ভিত্তিহীন দাবি প্রচার না করাই ট্রাম্পের জন্য ভাল।’

এনএফ৭১/আরওয়াই/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top