জো বাইডেনের সমর্থনে মার্কিন নির্বাচনে ‘অ্যাভেঞ্জার্স’ তারকারা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ২৩:৪৪

ইন্টারন্যাশনাল ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হলিউড মাতানো সিনেমা ‘অ্যাভেঞ্জার্স’ তারকারা জো বাইডেনকে সমর্থন দিয়ে ভার্চুয়ালি একত্রিত হতে যাচ্ছেন। ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তাদের সাথে আরো যুক্ত হওয়ার কথা রয়েছে ক্রিস ইভানস, স্কারলেট জোহানসন জোয়ে সালদানা, মার্ক রুফালোসহ অনেক খ্যাতিমান তারকার।
‘ইউটিট ফর ডেমোক্রেসি’ নামক শিরোনামের অনুষ্ঠানটিতে এসব তারকা দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেবেন।
দ্য পিপলস প্রকাশিত এক খবরে সম্প্রতি এ তথ্য তুলে ধরে জানানো হয়, মূলত আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে সমর্থন দিতেই তারা সবাই একত্রিত হতে যাচ্ছেন। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের চারটি সিনেমার পরিচালক, অ্যান্টনি রুসো এবং জোসেফ রুশো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।
অনুষ্ঠান চলাকালীন বাইডেনের সমর্থকরা নির্বাচনী তহবিলে অনুদানের অর্থ প্রদান করতে পারবেন বলেও জানিয়েছে দ্য পিপলস।
প্রসঙ্গত, কিছুদিন আগে হলিউড সুপারস্টার ডোইয়াইন জনসন রক বাইডেনের সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ৭ মিনিটের ইনস্টাগ্রাম বার্তায় জনসন রক তার পছন্দের প্রার্থী বাইডেন এবং হ্যারিসকে সমর্থনের কথা তুলে ধরেন।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।