আফগানিস্তানে পাক কনস্যুলেটে পদদলিত হয়ে নিহত ১৫
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৬:৫২

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে পাক কনস্যুলেটে ১১ নারীসহ কমপক্ষে ১৫ জন আফগান নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আফগানিস্তানের পাকিস্তান দূতাবাসের পাশে একটি খোলা মাঠে এঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম রয়টার্স।
সূত্র জানায়, ভিসার জন্য মাঠে জড়ো হয়েছিল প্রায় তিন হাজারের বেশি আফগান নাগরিক। এসময় ভিসার আবেদনকারীদের মধ্যে টোকেন জন্য ধাক্কা ধাক্কি শুরু হলে ভিড় সামলাতে না পেরে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনা বর্ণনায় পূর্ব জালালাবাদ শহরে প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরী জানিয়েছেন, পদদলিত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহত ও আহত সকলেই পাকিস্তান ভ্রমণের উদ্দেশ্যে ভিসার জন্য অপেক্ষা করছিলেন। যাদের প্রায় সকলেই আফগান নাগরিক।
এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।