শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নির্বাচনী প্রচার বন্ধ করলেন মেলানিয়া

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৮:৩৫

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচনে জয়ী হতে প্রার্থীদের প্রচার প্রচারণাও ততই জোরদার হচ্ছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে পেনসিলভানিয়ার ইরিতে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অংশ নেবার কথা ছিল। তবে অনেক দিন ধরেই কাশি থাকায় এখনো অসুস্থ বোধ করছেন বলে তিনি তার সফরটি বাতিল করেছেন ।

এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে মেলানিয়া মুখপাত্র স্টিফানি গ্রিশাম।

বিবৃতিতে বলেন, মেলানিয়া করোনা থেকে সুস্থ হবার পর যদিও ভাল অনুভব করছেন তবে অনেক দিন ধরেই কাশি রয়ে গেছে। তাই মঙ্গলবার (২০ অক্টোবর) রাতের নির্বাচনী সমাবেশে অংশ নিতে পারছেন না তিনি।

যদিও ফার্স্ট লেডি মেলানিয়া এর আগে এক টুইট বার্তায় জানিয়ে ছিলেন, আমি এখন সুস্থ আছি এবং ফার্স্ট লেডি হিসাবে নিজের যে দায়িত্ব তা পালন করা জন্য প্রস্তুতি নিচ্ছি।

এর আগে ২ অক্টোবর সকালে প্রেসিডেন্ট জানান তিনি এবং তার স্ত্রী মেলানিয়া দু’জনেই করোনা আক্রান্ত হয়েছেন। তবে গত সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটের এক বিবৃতিতে মেলানিয়া জানান, তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এনএফ/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top