শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগির বাগদত্তার মামলা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ২১:৪৭

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিস সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সলোমনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করেন তিনি।

হাতিস চেঙ্গিস অভিযোগে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসে একজন কলামিস্ট ছিলেন। যার লেখনীতে বিভিন্ন সময় যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এবং তার রাজপরিবারের সমালোচনা করা হয়। এতে সৌদি রাজ পরিবার ক্ষুদ্ধ হয়ে তাকে হত্যা করেছে।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, এই নির্মম হত্যাকাণ্ডটির নির্দেশ এসেছিল ব্যক্তিগত ভাবে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের কাছ থেকে।

এর আগে ২০১৮ সালে ২ অক্টোবর অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। এ খবরে সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে এক পর্যায়ে হত্যার দায় স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

যদিও সৌদি কর্তৃপক্ষের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলের কারণেই নিহত হন খাশোগি। সৌদি আরব ও তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কাজ করছে।

এদিকে, খাশোগি হত্যাকাণ্ডে নিয়ে সৌদি আরবের আদালতের দেয়া এক রায়ে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি। বরং যারা অভিযুক্ত ছিল তাদেরকে খাশোগির সন্তানরা ক্ষমা করে দিয়েছে বলে দাবি করে অব্যহতি দেয়া হয়।

এনএফ৭১/আরওয়াই/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top