সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন মুক্তিযোদ্ধারা: শাওন মাহমুদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৪২
শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ মনে করেন, গত তিন টার্মে সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন মুক্তিযোদ্ধারা। দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, শারীরিক আহত করা হয়েছে, গলা ধাক্কা দেওয়া হয়েছে।
তার মতে, আমাদের সাংস্কৃতিক অঙ্গন একেবারে ভেঙে পড়েছে। সাংস্কৃতিক আন্দোলন ছাড়া একটি দেশ জেগে থাকতে পারে না। যারা সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে, তারা দেশ নিয়ে সচেতন নন। সুতরাং আমাদের দেশে এখন আর অবাধ সাংস্কৃতিক আন্দোলন হওয়ার কোনো লক্ষণ দেখি না। আমাদের অপ্রাপ্তি এটা।.
তিনি আরও বলেন, আরেকটি অপ্রাপ্তি আমাকে ভীষণভাবে ভাবিয়ে তোলে, তা হলো— ডিজিটাল দেশ হিসেবে বাংলাদেশকে যে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, এই জায়গার বৃত্তে বিশাল শূন্যতা রয়ে গেছে। এ বিষয়ে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে শূন্যতা রয়ে গেছে প্রচুর। যাদের ডিজিটালি সমৃদ্ধ করতে চাচ্ছে, তাদের এই জায়গা অর্থাৎ টেকনিক্যালি আরো শিক্ষিত করা উচিত ছিল। যে কারণে ফেইসবুক, ইউটিউব, টিকটক, লাইকি, টুইটার, ইনস্টাগ্রাম আজকে এ অবস্থায় নেমে এসেছে। এসব মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সিংহভাগ মানুষ ওয়াকিবহাল নয়। পলিসি মেকিং বা নীতি নির্ধারণে ঝামেলা আছে, তরুণদের জন্য ডিজিটাল শিক্ষার কারিক্যুলাম নেই। এসব ক্ষেত্রে তরুণদের অবাধ চাকরিস্থল হবার কথা থাকলেও শুধু দক্ষতার অভাবে সেসব পদে বাইরের দেশের লোকজন এসে বসে যাচ্ছে। আমরা বলছি, ডিজিটাল বাংলাদেশ, কিন্তু শেকড়ের যত্ন নিয়ে ভাবছি না।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: শাওন মাহমুদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।