বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

নারী দিবসে সম্মাননা পাচ্ছেন তারা

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ মার্চ ২০২৪, ১৫:০৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর নাট্যোৎসব আয়োজন করে নাট্যদল কাঁচখেলা রেপার্টরি থিয়েটার। এ উৎসবে সম্মাননা দেওয়া হয় নারী অভিনেত্রীদের।

এবারও কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের আয়োজনে ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’ দেয়া হচ্ছে।

এ বছর সম্মাননা দেয়া হবে দেশের আট গুণী অভিনেত্রীকে। তারা হলেন মোমেনা চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন হাসান চুমকি, জুয়েনা শবনম, শামসি আরা সায়েকা, হাসিনা সাফিনা বানু উর্মি, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও তনিমা হামিদকে।

অভিনেতা সায়েম সামাদের হাত ধরে ২০২০ সালে ‘কাঁচখেলা রেপাটরি থিয়েটার’-এর যাত্রা শুরু হয়। ২০২২ সাল থেকে তার উদ্যোগেই আন্তর্জাতিক নারী দিবসে মূলত থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত অভিনেত্রীদের সম্মাননা দিয়ে আসছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top