শাহ আব্দুল করিমের ১০৬ তম জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২২, ০১:৩৫

বাউল গান ও গণসংগীতের রচয়িতা বাউলসম্রাট শাহ আব্দুল করিমের ১০৬তম জন্মদিন আজ। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজান ধল গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এ লোকসংগীত শিল্পী।
দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া বাউল আবদুল করিমের সংগীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধেভাবে।
ব্রিটিশবিরোধী আন্দোলন, কাগমারী সম্মেলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষকে প্রেরণা যুগিয়েছিল শাহ আবদুল করিমের গান। গানের জন্য মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যও পেয়েছেন তিনি।
শাহ আবদুল করিম লিখেছেন ও সুর দিয়েছেন এক হাজার ৬০০ এর বেশি গান, যেগুলো সাতটি বইয়ে গ্রন্থিত আছে। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনুদিত হয়েছে। একপর্যায়ে তিনি ভূষিত হন একুশে পদকে।
২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ভাটি বাংলার এই গুণী ব্যক্তিত্ব। মৃত্যুর পর সর্বস্তরের বিশেষ করে সাধারণের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেন আব্দুল করিম।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: শাহ আব্দুল করিম বাউলসম্রাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।