বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বইমেলায় টুকটুকি-হালুমের সিসিমপুর

রাশেদ রাসেল | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:১৭

ছবি: সংগৃহীত

মনে পড়ে ছোট বেলার সেই দিনগুলি? শুক্রবার হলেই বাংলাদেশে টেলিভিশনের পর্দায় টুকটুকি, হালুম, ইকরি মিকরি আর শিকুর সেই খুনসুটি।

টেলিভিশনের সেই সিসিমপুর এখন বই মেলায়। ছুটির দিনে টুকটুকি হালুমদের সাথে মজায় মেতেছে ছোট্ট বন্ধুরা। কারো কাছে ভালোলাগে হালুমের নাচানাচি কারো কাছে আবার টুকটুকির গল্প।

অভিভাবকরাও খুশি তাদের শিশুদের সিসিমপুর সরাসরি দেখাতে পেরে, আর বইমেলা থেকে তার ছোট্ট সোনামণির জন্য কিনেছেন সাধারণ ঙ্গানের বই।

এবারের বইমেলায় শিশুচত্বরে প্রতি শুক্র ও শনিবার সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে সিসিমপুরের এ বিশেষ আয়োজন।

আর ২১ শে ফেব্রুয়ারি সারা দিন দেখা যাবে টুকটুকি হালিম ইকরি মিকরিদের মজার সব খুনসুটি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top