বিএনপির নেতারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: কাদের (ভিডিও)
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ২২:৫৬
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতৃত্বের প্রতি অনাস্থায় বিএনপির সিনিয়র নেতারাই রাজনীতিতে এখন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ।
আজ (২৯ অক্টোবর) সকালে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সেের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।
বিএনপির জনবিরোধী ভূমিকা তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপির নেতারাই বলে বেড়াচ্ছে যে, বিএনপি এখন একটি কোমর ভাঙ্গা রাজনৈতিক দল।
‘সরকার বিরাজনীতিকরনের পথে হাঁটছে এবং ষড়যন্ত্র করছে’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসংগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিরাজনীতিকরনতো নয়ই, বরং সরকার গণতন্ত্রের স্বার্থে আরো সক্ষম এবং শক্তিশালী বিরোধীদল চায়। তিনি বলেন আওয়ামী লীগ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না,আওয়ামী লীগ ষড়যন্ত্রের স্বীকার হয়েছে বারবার।
এসময় মন্ত্রী জানান, গত ১২ বছরে প্রায় ৪৫০ কিলোমিটার সহাসড়ক ৪ লেনে উন্নীত হয়েছে আরো প্রায় ৪৫০ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।
সড়কে শৃঙ্খলা পুরোপুরি এখনো আসেনি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি পরিকল্পনায় প্রাধিকারে আসা খুবই জরুরী। নিরাপদ সড়ক বাস্তবায়নের সাথে শুধু সড়ক ও সেতু মন্ত্রণালয় জড়িত নয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা জড়িত।
২০৩০ সালের মধ্যে ৬ টি মেট্রোরেল রুট নির্মাণের সময়বদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার জানিয়ে সেতুমন্ত্রী বলেন, একটি রুটের কাজ এগিয়ে চলছে, ২ টি রুটের ভৌত কাজ শীঘ্রই শুরু হবে এবং বিআরটি প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলছে। মহানগরীতে পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কার্যকর ট্রান্সপোর্ট সিস্টেমের জন্যও সমন্বয় জরুরী বলেও উল্লেখ করেন তিনি।
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতভিত্তিক ভার্চ্যুয়াল সভায় পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব সামসুল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন,ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ যুক্ত ছিলেন আইসিটি বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব,দপ্তর প্রধানগন।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।