বিএনপি নেতাদের কারণে খালেদাকে ফের জেলে যেতে হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির অন্যান্য নেতাদের বক্তব্যের কারণে খালেদা জিয়াকে আবারো কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মহানুভবতায় খালেদা জিয়াকে কারগার থেকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা যেভাবে কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখাইলেই ভালো হতো।

হাছান মাহমুদ বলেন, সাজাপ্রাপ্ত আসামী হিসেবে খালেদা জিয়া আদালত থেকে তো জামিন পাননি। তাকে প্রধানমন্ত্রী তার সিআরপিসির ক্ষমতাবলে প্রথমে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছেন। মেয়াদশেষে আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ছয় মাস  বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

তিনি বলেন, মির্জা ইসলাম আলমগীরের উচিত ছিল এমন মহানুভবতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো। কিন্তু তাদের কথাবার্তায় মনে হচ্ছে প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালে বরং ভালো হতো।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের অন্যদের বক্ত্যবের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রীকে আবারো কারাগারে পাঠানোর দাবি উঠে কিনা, সেটিই হচ্ছে বড় প্রশ্ন।

এনএফ৭১/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top