সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে আগের ভাড়ায় চলবে গণপরিবহন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২০, ১৮:০১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক। নিউজফ্ল্যাশ৭১.কম

আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন শর্তসাপেক্ষে আগের নির্ধারিত ভাড়ায় চলবে বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, এ ব্যাপারে  সরকারি নির্দেশনা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তিনি আজ শনিবার (২৯ আগস্ট) নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা সড়ক জোন ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার  (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রিকারী সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। একইসঙ্গে, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলেও সাফ জানিয়ে তিনি আইন অমান্যকারী যানবাহনের চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্টদের কঠোরভাবে নিয়ম মানতে হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top