অনাচারের সাথে লিপ্ত থাকায় নতুন আইন মানতে পারছেনা বিএনপি : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ২১:০৭
নিজস্ব প্রতিবেদক:
মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির সংশোধিত নতুন আইন বিএনপি মেনে নিতে পারছেনা। কারণ দলটি অনাচারের সাথে লিপ্ত রয়েছে। এসব মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।
তিনি আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের না, সারাবিশ্বের সকল বাঙ্গালীর অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা হয়না। কিন্তু চিন্তার দৈন্যের কারণে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে মেনে নিতে চায়না। তবে একদিন তারা ঠিকই স্বীকার করে নেবে।
এসময় ধর্ষণের আইন সংশোধনের বিষয়ে বিএনপির সমালোচনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধর্ষণের আইন সংশোধনের সমালোচনা করছে কারণ তারা অনাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলো। তারা চায়না দেশ সঠিকভাবে পরিচালিত হোক।
মন্ত্রী বলেন, সরকার যে কোন অপরাধ দমনে সব সময় সচেষ্ট। একারণে জাতীয় সংসদের অপেক্ষা না করে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যেম ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইনটি পাশ করেছে।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।