বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬

ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সকালে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রধান ফটকসহ মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট, প্রান্তিক গেট ও বিশ মাইল গেটসহ সব প্রবেশপথে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসারের কড়া অবস্থান রয়েছে। গেটের বাইরে থেকে কেউ প্রবেশ করতে চাইলে তাদের বৈধ পরিচয়পত্র যাচাইয়ের পর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবায় নিয়োজিত গাড়ি ছাড়া অন্য যানবাহন প্রবেশ করতে পারছে না।

এ বিষয়ে গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বলেন, “আজ জাকসু নির্বাচন হচ্ছে। এজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নির্দেশনা দেওয়া আছে—আইডি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না।”

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজর মূলত ভোটকেন্দ্রকেন্দ্রিক কার্যক্রমে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে প্রায় ১,৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের সব গেটের মধ্যে কেবল মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট ও প্রান্তিক গেট খোলা রাখা হয়েছে। অন্যান্য গেট ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের সব ভাসমান দোকানও আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়াই করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top