শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষিকা হলেন জান্নাতুল ফেরদৌস, বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বপালনের সময় এ ঘটনা ঘটে।

 

আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন জানান, সকালে জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনের জন্য জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দ্রুত গাড়িতে করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

 

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে সারিতে থাকা ভোটারদের ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। রাত সাড়ে দশটা থেকে শুরু হয় ভোট গণনা, যা সারা রাত ধরে চলে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top