রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

কক্সবাজারে সিবিআইইউতে অগ্নিকাণ্ড, কম্পিউটার ও বই ক্ষতিগ্রস্ত

কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৩

ছবি: সংগৃহীত

কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলী ডলফিন মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত ভবনে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘন্টার চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর সেলিম জানিয়েছেন, ইসলামিক স্ট্যাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হন, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে কিছুটা সমস্যা হয়।

উল্লেখ্য, একই দিনে দেশের অন্যান্য স্থানে, যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top