শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অনির্বাণ ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন দেব, টলিউডে কাজের সুযোগের আবেদন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮

দেব ও অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

জনপ্রিয় টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়েই তিনি জটিলতার মুখোমুখি হয়েছেন। এবার এই উত্তপ্ত পরিস্থিতিতে অনির্বাণের পাশে দাঁড়ালেন ওপার বাংলার সাংসদ ও সুপারস্টার অভিনেতা দেব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমপা অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেব জানান, অনির্বাণ যেন শান্তিতে কাজ করতে পারেন, সেটাই তার একমাত্র অনুরোধ। তিনি বলেন,

“আমি অনির্বাণের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চাইছি। ওকে কাজ করতে দিন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফেডারেশন সভাপতির কাছে ক্ষমা প্রার্থনা করে অনির্বাণকে আবারও কাজের সুযোগ দেওয়ার আবেদন জানান দেব।

বৈঠকে উপস্থিত ছিলেন স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে ও রানা সরকার, প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশক শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া, অরিজিৎ দত্তসহ ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি।

দেব আরও বলেন, “টলিউডের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কাজ বন্ধ হয়ে গেলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শুধু অনির্বাণ নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।”

যে প্রশ্নে অনির্বাণের আসন্ন ছবিতে থাকবেন কিনা, দেব জানান, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হলেও এখনও কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। তবে অনির্বাণকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনা উড়িয়ে দেননি দেব। উল্লেখ্য, এর আগেও একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দেব ও অনির্বাণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top