জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উম্মে মাবুদা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৪৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বাঁধন-এর সভাপতি উম্মে মাবুদা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শহীদ সাজিদ ভবনে অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মাবুদা। তিনি সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মনোনয়নপত্র জমা নেওয়ার পরে মাবুদা জানান, তিনি প্যানেলভিত্তিক রাজনীতি পছন্দ করেন না। তার বক্তব্য, “ছাত্র সংসদ হওয়া উচিত স্বাধীন মত প্রকাশের জায়গা, রাজনৈতিক এজেন্ডার বাহক নয়। শিক্ষার্থীদের স্বার্থে স্বাধীনভাবে কাজ করতে চাই—এজন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছি।”
জকসু নির্বাচনে অংশ নেওয়ার অনুপ্রেরণার প্রসঙ্গে তিনি বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীরা পজিটিভ প্রচারণা চালায়, পেপার বিলায়, ভোট চায়। পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছে।”
মাবুদা আরও জানান, তিনি বিভিন্ন সংগঠনে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে ‘বাঁধন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিএনসিসিতে সার্জেন্ট ছিলেন। এসব অভিজ্ঞতা তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া, পরিস্থিতি বোঝা ও একটি টিমকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দক্ষতা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।