বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:০২

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরাবর স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে তারা পুরান ঢাকায় নির্মাণাধীন হল, শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি এবং কেরানীগঞ্জে নির্মাণাধীন দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সর্বশেষ অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, প্রায় ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ছাত্রদল প্রশাসনের কাছে জানতে চায়, নির্মাণকাজের অগ্রগতি কেমন এবং প্রথম ধাপের কাজ সমাপ্তির সময়সীমা কী। এছাড়া পুরান ঢাকায় হলের নির্মাণকাজের বর্তমান অবস্থা ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানের অগ্রগতির তথ্যও জানতে চাওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ও আর্থিক সুবিধাসংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তব অগ্রগতি জানতে আমরা স্মারকলিপি দিয়েছি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো সমাধান করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। আমাদের লক্ষ্য, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তব অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top