সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ: ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া বাস্তবায়নের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে অবরোধ শুরু করেন, ফলে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে বিক্ষোভ মিছিল পরিচালনা করেন। পরে তারা একত্রিত হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “স্কুলিং মডেল বাস্তবায়ন হলে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণির অস্তিত্ব থাকবে না। এজন্য আমরা আগেই প্রতিবাদ জানিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতি বাতিলের ঘোষণা হবে না, আন্দোলন চলবে।”

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণের পর তিন দফা বৈঠক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা টানা আন্দোলন চালিয়ে যাবেন। আজও সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top