মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোটার | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪

ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি চুক্তি ভেঙে রোববার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়ায়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) কলেজ দুইটির কয়েকজন শিক্ষার্থী একই বাসে যাত্রাকালে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরক্ষণেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top