রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

শহীদ ওসমান হাদির নামে রুয়েটে আবাসিক হলের নামকরণের দাবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায্য বিচারের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে ছাত্রদের জন্য বরাদ্দ নতুন একটি হলের নামকরণ ‘শহীদ শরিফ ওসমান হাদি হল’ করতে তারা দাবি জানিয়েছেন।

বিকেল নাগাদ নগরীর তালাইমারি মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষার্থী অংশ নেন। এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হাদির ছবিসংবলিত প্রতিবাদী ব্যানার টানেন। মানববন্ধনে তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন।

শিক্ষার্থীরা ভারতের ও অন্যান্য বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় একতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার তাগিদও জানান। এছাড়াও তারা ইন্টেরিম সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন, ওসমান হাদির হত্যার বিচারে ব্যর্থ হওয়া এবং নাগরিকদের নিরাপত্তা দিতে না পারার কারণে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রুয়েট মেইন গেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে নতুন হলের সামনে ব্যানার ঝুলিয়ে দ্রুত সময়ের মধ্যে হলের নামকরণ কার্যকর করার দাবি জানান। কর্মসূচি শেষ করে ওসমান হাদির স্মরণে শিক্ষার্থীরা মুড়ি বাতাসা বিতরণ করেন।

গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা করছিলেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা করতে গিয়ে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top