খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিসহ সাত কলেজের পরীক্ষা স্থগিত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) শোক ঘোষণা করেছে।শোক চলাকালীন মঙ্গলবার অপরাহ্নের পরীক্ষা ছাড়াও বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবারের (১ জানুয়ারি) সকল পরীক্ষা স্থগিত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা ছাড়াও সাত কলেজ (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ) এবং সকল ইনস্টিটিউট কেন্দ্রের পরীক্ষাও এর অন্তর্ভুক্ত থাকবে।
স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি পক্ষ থেকে সাত দিনের দলীয় শোক কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।