বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

যৌন নিপীড়নের দায়ে রাবির শিক্ষক সাগর বরখাস্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৭:০৫

সংগৃহীত

যৌন নিপীড়নের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত বছরের ২৭ আগস্ট আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক পিটার। তদন্ত প্রক্রিয়ায় বিভাগের ছয়টি ব্যাচ থেকে একজন করে ছেলে ও মেয়েসহ মোট ১২ জন শিক্ষার্থীকে যুক্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটির উপস্থাপিত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে চূড়ান্তভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top