খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩০ শিক্ষার্থী আহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ১৫:০৭
খাগড়াছড়ি থেকে:
খাগড়াছড়ি থেকে ফেরার পথে পর্যটকবাহী বাস উল্টে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮ টায় খাগড়াছড়ি-ঢাকা সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সবাই ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খাগড়াছড়ি ও সাজেকের পর্যটনকেন্দ্র দেখে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে একজনের অবস্থা গুরুত্বর হোয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসের যাত্রীরা জানান, সাজেক ভ্রমন শেষে খাগড়াছড়ির আলুটিলা সুড়ঙ্গ দেখতে গিয়েছিলেন। সুড়ঙ্গ দেখে রাত সাড়ে ৭ টার দিকে আলুটিলা থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পাহাড়ী পথে বাস উল্টে এ দুর্ঘটনার স্বীকার হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী জানান, পর্যটকবাহী ওই বাসে যাত্রী ছিল প্রায় ৫০ জন। যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।