চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১১১৫ জন

চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২২, ০২:০৮

চট্টগ্রামে একদিনে করোনায় আক্রান্ত ১১১৫ জন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১১৫ জন। শনাক্তের হার ২৭ দশমিক ৪২ শতাংশ। তবে শনাক্তের সংখ্যা বাড়লেও আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩৫ শতাংশ কমেছে আক্রান্তের হার।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যমতে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১২টি ল্যাবে সর্বমোট ৪ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১ হাজার ১১৫ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে ৭৯৪ জন নগরীর আর ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে একটানা চারদিন পর দ্বিতীয় দিনের মতো এদিনে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

এদিন উপজেলার ৩২১ জনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৭১ জন রাউজানে। এছাড়া হাটহাজারীতে ৬৮ জন, লোহাগাড়ায় ৬, সাতকানিয়ায় ৬, বাঁশখালীতে ৬, আনোয়ারায় ৫, চন্দনাইশের ৫, পটিয়ায় ৪০, বোয়ালখালীতে ১৮, রাঙ্গুনিয়ায় ৪২, ফটিকছড়িতে ২২, মিরসরাইয়ে ২২, সীতাকুণ্ডে ৬ ও সন্দ্বীপ উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন কর্ণফুলী উপজেলায় কোন রোগী করোনায় শনাক্ত হয়নি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top