মাস্ক না পরায় শতাধিক ব্যক্তিকে জরিমানা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৮:৪৩

চাঁদপুর থেকে:

মহামারী করোনার দ্বিতীয় ওয়েভ থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে চাঁদপুরে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৩১টি মামলায় ১৪৩ জনকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযানে তাকে সার্বিক ভাবে সহযোগিতা করেন পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী কর্মীরা।

জেলা প্রশাসক জানান, মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। করোনার ২য় সংক্রমণ রোধ করতে এ অভিযান অব্যাহত থাকবে। এতে করে কিছুটা হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেন তিনি।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top