রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

নোয়াখালীতে বিতরণ হবে ৮০ হাজার মাস্ক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১২:৩৪

নোয়াখালী থেকে:

মহামারি করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দেয়ার লক্ষ্যে সরকার হাতে নিচ্ছে বিভিন্ন কর্মসূচি। তার ভিত্তিতেই নোয়াখালী জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ৮০ হাজার মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করা হবে।

নেয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top