ফেনীতে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৪:২৭
ফেনী থেকে:
ফেনীতে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নূরুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মৃত জহির আহাম্মদের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) ফেনী র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ স্বর্ণ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফেনী ক্যাম্পের পূর্ব পাশে সাজিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি সাদা প্রাইভেটকার থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটিরও বেশি।
তিনি বলেন, এ ঘটনায় জব্দকৃত মালামালসহ নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলার প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।