ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২০, ১২:২৫
ফেনী থেকে:
ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত ও আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ফতেহপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের বেশিরভাগ রোগীই জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাসযাত্রীদের কয়েকজন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি কুমিল্লার নুরজাহান হোটেলে যাত্রা বিরতির পর আবার ছাড়ে। ভোরে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোন গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।
ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা জানান, আমি ঘটনাটি আরেকজনের মুখে শুনে সাথে সাথে গাড়ি ঘুরিয়ে এখানে আসি। এরপর কন্ট্রোলকে জানাই। আমি অন্তত ১০-১২ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে পাঠাই। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক মনে হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, উদ্ধার অভিযান চলছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক বলেও জানান তিনি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।